লোহাগড়ায় চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দ্বিতীয় দিনে কর্ম বিরতি
শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
চাকুরী জাতীয়করণের দাবিতে নড়াইলের লোহাগড়ায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি পালিত হয়েছে। কর্মসূচিতে উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল রবিবার (২১ জানুয়ারী) দ্বিতীয় দিনের কর্মসূচি পালনকালে তাদের ন্যায্য দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন উপজেলা সিএইসিপি এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলীমুল হোসেন, আমাদা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লায়লা খানম, পাংখারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমেনা হোসেন বিপাশা, সিএইচসিপি অরুন কুমার সমাজদার, এম এম সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ জমাদ্দার, লুনা খাতুন, নাদিরা পারভীন, মাহমুদা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, ২০১১ সালে বাংলাদেশ সরকার কমিউনিটি ক্লিনিক উজ্জ্বীবিত করার জন্য সিএইচসিপি নিয়োগ দেন। ২০১৩ সালে সিএইসিপিদের সরকারীকরণের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে হাইকোর্ট সিএইচসিপিদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনও জাতীয়করণ করা হয়নি। কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা এক দফা এক দাবি নিয়ে মাঠে নেমেছি। জাতীয় করণ করা না হলে আমরা ঘরে ফিরে যাবো না।