উন্নয়নশীল দেশে উন্নীত হতে উদ্যোগী হওয়ারও তাগিদ প্রধানমন্ত্রীর
স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বাংলাদেশ মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সূচকে এগিয়ে রয়েছে। বাকিগুলো পূরণে আরও উদ্যোগী হওয়ারও তাগিদ দেয়া হয় মন্ত্রিসভা বৈঠকে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রিসভা বৈঠকে যে সূচক তুলে ধরা হয়, এরমধ্যে উন্নয়নশীল দেশে উন্নীত হতে মাথাপিছু আয়ের প্রয়োজন ১২৩০ ডলার, সেখানে পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অর্জিত হয়েছে ১২৭১ ডলার, মানবসম্পদ উন্নয়নে ৬৬ শতাংশের বেশি প্রয়োজন হলেও বাংলাদেশ অর্জন করতে পেরেছে ৭২ দশমিক শূন্য ৯ শতাংশ আর অর্থনৈতিক সূচকে ৩২ শতাংশ লক্ষ্য হলেও বর্তমানে ২৪ দশমিক শূন্য ৮ শতাংশ অর্জন করতে পেরেছে।
বাকি স্তরগুলো পূরণে সরকারের পরিকল্পনার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়াও সিআরভিএস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভা বৈঠকে।