হাতীবান্ধায় চাদাঁবাজি করতে গিয়ে হাতীর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে চাঁদাবাজি করতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হয়ে এক হাতীর মৃত্যু হয়েছে। রোববার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায় হাতীটির মৃত্যু হয়। এর আগে বিকালে ওই এলাকায় একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবী করলে ট্রাকের ধাক্কায় হাতীটি আহত হয়। হাতীটির মালিক রাজমনি সার্কাস বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জেলার কালীগঞ্জ উপজেলায় রাজমনি সাকার্স অনুষ্ঠিত হয়। ওই সাকার্সের হাতী বুড়িমারী-লালমনিরহাট মহা সড়কের দুই পাশে বিভিন্ন দোকান ও যানবাহন থামিয়ে চাঁদা তুলতে তুলতে মিলনবাজার এলাকায় যায়। ওই এলাকায় একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবী করেন হাতীটি। এ সময় ট্র্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে হাতী তার সুর দিয়ে ট্রাকের গ্লাসে আঘাত করেন। পরে ট্রাকের চালক ধাক্কা দিলে হাতীটি গুরুত্বর আহত হয়। আহত হাতীটি পাশে মিলনবাজার মাদ্র্রাসা মাঠে বেঁেধ রাখা হলে সেখানে রাতে তার মৃত্যু ঘটে।
হাতীর মাহুদ জাফর আলী জানান, হাতীটির মৃত্যুর বিয়ষটি মালিককে জানানো হয়েছে। মৃত্যু হাতীটি ওই এলাকায় মাটিতে পুতে রাখার হবে।
বড়খাতা ইউনিয়ন পরিষদ সদস্য মাসুম রানা হাতীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।