৮৭% মানুষ বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট, বিবিএসের জরিপ
দেশের প্রায় ৮৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। শনিবার বিকেলে বিদ্যুৎ ভবনে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। এ জরিপের ফলাফলে, বিদ্যুৎ খাতে সরকারের প্রতি মানুষের আস্থা প্রকাশ পেয়েছে বলে দাবি, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার।
দেশে বিদ্যুৎ প্রাপ্তি নিয়ে গ্রাহকরা কতটা সন্তুষ্ট, তা জানতে টেলিফোনে ১৯ হাজার ৬০০ জনের সাক্ষাতকার নিয়েছে বিবিএস। বিবিএস বলছে, জরীপে অংশগ্রহনকারীদের মধ্যে প্রায় ৭৪ শতাংশ গ্রামের বাসিন্দা।
জরীপের ফলাফলে দেখা যায়, ১১ শতাংশের বেশি মানুষ বিদ্যুৎ নিয়ে খুবই সন্তুষ্ট। প্রায় ৪৬ শতাংশ সন্তুষ্ট এবং ৩০ শতাংশ গ্রাহক মোটামুটি সন্তুষ্ট। মাত্র সাড়ে ১৩ শতাংশ গ্রাহক অসন্তুষ্টির কথা জানালেন।
জিডিপির প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে, বিবিএসের তথ্যের সত্যতা নিয়ে বিভিন্ন মহলে ইদানিং বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ধারাবাহিকতায় বিবিএসের এ তথ্য কতটা গ্রহণযোগ্য হবে, এমন প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।
বিবিএস বলছে, বর্তমান জনগোষ্ঠীর ৮২ শতাংশ , এখন জাতীয় গ্রীডের বিদ্যুৎ ব্যবহার করছে। আর প্রায় সাড়ে ৭ শতাংশ ব্যবহার করছে সৌরবিদ্যুৎ।