জয়পুরহাটে জুয়া খেলার অপরাধে আ'লীগ নেতার কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন পারইল এলাকার শালবাগান থেকে জুয়া খেলার অপরাধে ধরঞ্জী ইউপির ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাঃসম্পাদক সহ ২ জন জুুুয়ারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পাঁচবিবি উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা জনাবঃ রাজীব উল আলম (ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে সোমবার বৈকাল পৌনে ৫ টায় এই রায় দিয়েছেন।
উক্ত রায়ের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন পাঁচবিবি উপজেলার তাঁজপুর গ্রামের মৃতঃ কাজেম আলীর ছেলে ও ধরঞ্জী ইউপি’র ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক, মোঃ সেলিম হোসেন (৩৪) এবং কুড়িয়া গ্রামের মোঃ রফিজ উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, রোববার দিবাগত রাতে উপজেলার শালবাগান নামক স্থানে এক দল জুয়ারী জুয়া খেলছিল, উক্ত জুয়া খেলার স্থানটি নিশ্চিত করে গোপনে পুলিশকে সংবাদ দিলে সেই সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছিলে অন্যান্য জিয়ারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ২ জনকে আটক করা হয়।
সূত্র সংবাদ সংগ্রহে চ্যানেল ফোর টিভি জানতে পারে। আ'লীগ নেতাকে গ্রেপ্তার করাই রবিবার দিবাগত রাত হতে সোমবার বৈকাল পর্যন্ত তাকে থানা থেকে ছেড়ে নেয়ার জন্য বিভিন্ন তদবির চালিয়েও কোন লাভ না হওয়াই ২২ জানুয়ারি সোমাবার বৈকাল পৌনে ৫ টায় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে। ভ্রাম্যমাণ আদালত আ'লীগ নেতা সহ তাদের ২ জনকেই ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক (ইউএনও)।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশাক্রমে সাজাপ্রাপ্ত ২ আসামীকে জয়পুরহাট জেলা কারাগার জেল হাজাতে প্রেরন করা হয়েছে।