সীতাকুন্ডে র্যাবের অভিযান পরিচালনায় ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাসসহ আটক ২
এম.রফিকুল ইসলাম: র্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন বড় দারোগারহাটস্থ ওজন স্কেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী ১টি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার গাড়িটি না থামিয়ে র্যাবের চেকপোস্ট অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা উক্ত গাড়ির পিছু নেয়। এক পর্যায়ে রাস্তায় যানজট থাকার কারণে উক্ত মাইক্রোবাসটির ড্রাইভার গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী (১) মোঃ কামাল আহম্মেদ (৪৩), (২) মোঃ সুজন মিয়া (২৬), দ্বয়কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে মাইক্রোবাসের (ঢাকা- মেট্রো-চ-১৫-৯৬২৪) ভিতরে সীটের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় শপিং ব্যাগের মধ্যে ৩৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাড়ি চালানোর অন্তরালে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। উদ্ধারকৃত সর্বমোট ৩৮,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি ৯৪ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল এর ৩(খ)/২১/২৫ ধারা মোতাবেক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।