তালতলীতে আইনানুগ ভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিত করতে মতবিনিময় সভা
বরগুনা প্রতিনিধিঃ
আইনানুগ ভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা বিষয়ে বরগুনার তালতলী উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহসপতিবার তালতলী উপজেলা নির্বাহি অফিসার মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবদুল হামিদ। এ সময় তিনি বলেন ‘আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাধা। বাল্য বিবাহ সমাজের একটি অভিশাপ। বাল্য বিবাহের উদ্বেগজনক পরিণতি যেহেতু পরিবার, সমাজ তথা রাষ্টের জন্য ক্ষতিকর সেহেতু এটি অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। এজন্য জনসাধারণকে এ ব্যাপারে সচেতন পূর্বক সম্পৃক্ত করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন,বরগুনা জেলা প্রশাসক মোঃ মোকলেস-উর রহমান,তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু,উপজেলা আওয়ামিলীগের সাধরন সম্পাদক মু.তেীফিকুজ্জামান তনু, তালতলী থানা অফিস-ইন-চার্জ কমলেশ চন্দ্র হালদার,তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আকতার,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোঃ দেলোয়ারা হামিদ,বরগুনা প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার,তালতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মান্নান, এছারাও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, জন-প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও মুসলিম বিবাহ ও হিন্দু নিবন্ধকগণ উপস্থিত ছিলেন।