বিকেলে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশে আসছেন শনিবার।
তাকে বহনকারী বিশেষ বিমান বিকেল সাড়ে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিতে বর্তমানে দেশটি সফরে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। একই অনুষ্ঠানে যোগ দেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।
দিল্লি থেকে সরাসরি ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। শনিবার সন্ধ্যায় তার সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি।
রোববার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জোকো উইদোদো। এরপর তিনি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। সেখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাবেন। ওইদিনই কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের উখিয়ায় যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তার সফর উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে মালয়েশিয়ান উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এবারই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রাধন রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন।
গত আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী। গণহত্যা থেকে বাঁচতে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া রোহিঙ্গা নিধনের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। রোহিঙ্গা নিধন শুরুর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে দুই দফা বাংলাদেশে আসেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম ধর্মাবলম্বীর দেশ ইন্দোনেশিয়া। আগামী সোমবার সকালে আফগানিস্তানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন জোকো উইদোদো।