চেয়ারপারসনের সাজা: সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা।
তারা বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি করা হলে সরকারের পতন ঘটিয়েই তাকে মুক্ত করা হবে।
সরকার রাজনৈতিক স্বার্থেই আদালতকে ব্যবহার করছে- এমন অভিযোগ তুলে নেতারা বলেন, যে কোনো ধরনের অন্যায় মোকাবেলায় বিএনপি এখন সম্পূর্ণ প্রস্তুত।
রোববার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা।
ঢাকা রির্পোটার্স ইউনিটিতে সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। ওই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে যোগ দেন।
এ সময় খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলের এ জ্যেষ্ঠ নেতা।
অবিবেচনাপ্রসূত খালেদা জিয়াকে সাজা দেয়া হলে বিএনপি সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন খন্দকার মোশাররফ।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে যেদিন সাজা দেয়া হবে সেদিন থেকেই সরকারের পতন শুরু হবে।