LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

শ্রীপুরের তেলিহাটীতে শিশুদের ক্রীড়ানুষ্ঠান নিয়ে শঙ্কা মাঠ সাজাতে বাধা



টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়েয় বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অনুষ্ঠানের দাওয়াতপত্রে নামের অবস্থান লিপিবদ্ধ নিয়ে উত্তেজনার সুত্রপাত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় গোদারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেন সরকারের নাম প্রচারপত্রে চাহিদানুযায়ী পাতায় ছাপা না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবী এলাকাবাসীর।

শ্রীপুর উপজেলার তেলিহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুল হক সরকার জানান, কমপক্ষে ১৫ দিন আগে শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী দাওয়াতপত্র, তৈরী করে প্রচারও করা হয়। রোববার রাতে মাঠে মঞ্চ তৈরী ও সাজানোর সময় একদল লোক এসে মঞ্চ শ্রমিকদের বাধা দেয় ও ভয়ভীতি দেখায়। অনুষ্ঠানে তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বছরের শুরুতেই শিশুদের নানারকম খেলাধুলার প্রশিক্ষণ দেয়া হয়। সোমবার অপ্রস্তুত মাঠে খেলার বিভিন্ন ইভেন্ট সম্পন্ন হয়েছে। আগামীকাল পুরষ্কার বিতরণ ও আলোচনাসভার আয়োজন রয়েছে।

এলাকাবাসীও শিক্ষকদের সাথে সুর মিলিয়ে বলেন, মঙ্গলবার বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের প্রচার দেয়া হচ্ছে। সোমবার সকাল থেকে এ নিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাসান হাফিজুর রহমান দীপক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা। তবে ইউপি সদস্য হাসান হাফিজুর রহমান এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

বিদ্যালয়ের ছাত্রী রোজী জানায়, দৌড় প্রতিযোগিতায় সে দ্বিতীয় হয়েছে। আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে পুরষ্কার নিতে আসবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আরিফা জানায়, দৌড়, জলডাঙ্গা ও দীর্ঘ লাফ প্রতিযোগিতার দুটিতে সে প্রথম এবং একটিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এতে সে খুব খুশি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সে পুরষ্কার গ্রহণ করবে।

বিদ্যালয়ের অভিভাবকেরা জানান, কোমলমতি শিশুরা বছরের দুটি দিন বার্ষিক আনন্দ বিনোদন কাটিয়ে থাকে। পুুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে কিনা এ নিয়ে অভিভাবকেরা এখন শঙ্কিত।

অনুষ্ঠানে ডোকোরেটরের দায়িত্বে নিয়োজিত কবির হোসেন জানান, রোববার রাতে তার কারিগরেরা মাঠ সাজানোর কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মোফাজ্জল সরকারের লোকজন কিছু লোক এসে ভয়ভীতি দেখালে কারিগরেরা পালিয়ে যায়। এসময় তারা দুটি ত্রিপল, তিনটি শাবল ও ডেকোরেশনের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যায়।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন সরকার বলেন, তার নাম ছাপানো নিয়ে কোনোরূপ আপত্তি তার নেই। অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার বলেন, এ ঘটনায় তার কাছে কোনো অভিযোগ আসেনি। বিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন যথারীতি অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আরো আগেই চলে গেছে। এ দিবসটি এখন নয়।


1