মুন্সীগঞ্জ রনছ -রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রুবেল মাদবর মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রণছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সায়লা ফারজানা এতে প্রধান অতিথি, জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ও রণছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা: রশীদ-ই- মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা রেডক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির দাতা সদস্য মো: শাহজাহান গাজী। এ সময় বরেণ্য ব্যাক্তিত্ব ডা: আলী নোয়াব, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা এ, এইচ এম ওয়াহিদুজ্জামান, স্কাউট কমিশনার এডভোকেট মুজিবুর রহমান, সংগঠক আশ্রাফুল ইসলাম সাগড়, আ: সাত্তার মুনশী সহ স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্য, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্টে ২শতাধিক ক্রীড়াবিদ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো: মাহবুবুর রহমান।