যশোরের আট পৌরসভা কর্মকর্তা,কর্মচারীদের বেনাপোলে ৩ দিনের কর্মবিরতি পালন
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে বেনাপোলে যশোরের আট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে আলোচনা সভা ও কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকাল থেকে বেনাপোল পৌরসভা চত্বরে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতি শেষ দিনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ আলোচনা সভায় মিলিত হন।
এর আগে গত রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু হয় সারাদেশে। এসময় কোনো পৌরসভায় নাগরিক সেবা প্রদান করা হয়নি। পরিষ্কার করা হয়নি ময়লা আবর্জনা।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রনি জানান, আজ পৌরসভার কর্মকর্তা,কর্মচারীরা বেতন ভাতার জন্য মানবেতর জীবন যাপন করছে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের কর্মচারিরা সরকারের রাজস্ব থেকে বেতন ভাতা পেয়ে থাকেন কিন্তু পৌরসভায় জনগনের জন্য রাতদিন পরিশ্রম করেও সরকারের কোষাগার থেকে কোন বেতন ভাতা পাইনা।তিনি আরো বলেন,সারাদেশে ৩২৭টি পৌরসভার ১৫ হাজার কর্মকর্তা,কর্মচারী ৫ মাস পর্যন্ত বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। আমরা সরকারের কাছে দাবী রাখছি অনতিবিলম্বে আমাদের সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দিয়ে সুস্তভাবে কাজ করার সুযোগ করে দিন। যশোর জেলা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েসনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্ব এসময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যশোর জেলা সাধারণ সম্পাদক আব্দুল মামুন রনি, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান, বাঘারপাড়ার সভাপতি আফজাল হোসেন প্রমুখ।