জোরারগঞ্জে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১
এম.রফিকুল ইসলাম: র্যাব-৭ ফেনী ক্যাম্প গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারিয়ারহাট বাজারস্থ গ্রীন টাওয়ারের নীচে আল নুর হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় কুমিল্লা হতে চট্টগ্রামগামী ০১টি প্রাইভেটকারটির গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি না থামিয়ে র্যাব সদস্যদের অতিক্রম করার চেস্টাকালে র্যাব সদস্যরা আসামী মোঃ মশিউর রহমান মফিজ (২৮) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে প্রাইভেটকারটি (চট্ট-মেট্টো-গ-৩৭-৬১৫৭) তল্লাশী করে গাড়ির ভিতরে পিছনের সিটের উপর বস্তার মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১০০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী উক্ত প্রাইভেটকারটি ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিল পাচার করে আসছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা এবং প্রাইভেটকারের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) টেবিল এর ৩(খ)/২১ ধারা মোতাবেক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।