এসএসসি: রাজশাহীতে পরীক্ষার্থী বেড়েছে ২৭ হাজার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ২৭ হাজার ২১১ জন। এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলা থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। গত বছর ছিল এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৮৫ জন ছেলে ও ৯৩ হাজার ৫৫৮ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় ৩২ হাজার ৭৮৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৫১ ও ছাত্রী ১৫ হাজার ৯৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৪ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ হাজার ১৭৫ ও ছাত্রী ৭ হাজার ৫৮২ জন, নাটোর জেলায় ১৯ হাজার ২২৪ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ হাজার ৯২৭ ও ছাত্রী ৯ হাজার ২৯৭ জন, নওগাঁ জেলায় ২৪ হাজার ৫৩২ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩ হাজার ১৮৬ ও ছাত্রী ১১ হাজার ৩৪৬ জন, পাবনা জেলায় ২৭ হাজার ৭৮৮ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪ হাজার ২২০ ও ছাত্রী ১৩ হাজার ৫৬৮ জন, সিরাজগঞ্জ জেলায় ৩২ হাজার ৯৮৮ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৭ হাজার ৪৪৯ ও ছাত্রী ১৫ হাজার ৫৩৯ জন, বগুড়া জেলায় ৩৩ হাজার ৩৮৪ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৭ হাজার ৬৩৫ ও ছাত্রী ১৫ হাজার ৭৪৯ জন ও জয়পুরহাট জেলায় ৯ হাজার ৮৩ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪২ ও ছাত্রী ৪ হাজার ৫৪১ জন।
এদিকে রাজশাহীতে ৪১, চাঁপাইনবাবগঞ্জে ১৫, নাটোরে ২৪, নওগাঁয় ৩৮, পাবনায় ৩০, সিরাজগঞ্জে ৪৩, বগুড়ায় ৪০ ও জয়পুরহাটে ১৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৪ হাজার ১৫৫, মানবিকে ৯৩ হাজার ৯১১ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত ১ লাখ ৭৯ হাজার ৯৩৬, অনিয়মিত ১৪ হাজার ৪২৬ ও জিপিএ উন্নয়নের জন্য ১৮১ জন রয়েছে।