নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানায় বিএনপি: ওবায়দুল
বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাদের হুমকির জবাবে পাল্টাপাল্টি কোনো কর্মসূচিতে যাবে না আওয়ামী লীগ— জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দুটি ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে দলটি নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কোনো উস্কানি তারা দেবেন না— তবে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে দল বিলাসবহুল হোটেলে কেন্দ্রীয় কমিটির সভা করে তারা দেশের জন্য কি করবে।
এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
কাউন্সিলের প্রায় দু'বছর পর শনিবার প্রথম বসতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ সভা থেকে দলটির আগামী দিনের নানা দিক-নির্দেশনা আসতে পারে। তবে এটিকে খুব একটা পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচন থেকে সরে যাবার ছুতো খুঁজছে। পুলিশকে গ্রেপ্তারের নামে নিরীহ মানুষ হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে