সরকার গায়ের জোরে বিচার করতে চায়: খালেদা জিয়া
কোনো অপরাধ নেই, অপরাধী নেই— তবু সরকার গায়ের জোরে বিচার করতে চায় বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
নিম্ন আদালত সরকারের পক্ষে থাকায় সঠিক রায় দেয়ার ক্ষমতা বিচারকদের নেই— উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা নেই তাই আবার ক্ষমতায় আসতে নিজেদের মতো করে সংবিধান করেছে সরকার।
তিনি আরো বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখাই সরকারের মূল উদ্দেশ্য। গুম, খুন নির্যাতন নিপীড়ন করে সরকার দেশে আতঙ্ক সৃষ্টি করেছে।
ডিজিটাল আইন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে নতুন কলকৌশল করা হচ্ছে। তারা সত্যের প্রচার বাধাগ্রস্ত করতে আইন করে জনগণের অধিকার হরণ করছে।
এর আগে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।