বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা হবে: নতুন প্রধান বিচারপতি
বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা হবে বলে জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুষ্ঠু বিচার ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করে নতুন প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের ৩ বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আজ থেকেই তার তত্ত্বাবধানে হাইকোর্ট ও আপিল বিভাগ বিচারকার্য পরিচালনা করবে।
এর আগে সংবর্ধনার শুরুতেই শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন।
এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।