২২ ফেব্রুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠ হবে জনসমুদ্র
আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিনত করা হবে। এ জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় এ আহবান জানান তারা।
মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ যৌথসভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সভা পরিচালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কার করতে হবে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী এ জনসভায় আসলে হবে না। সাধারণ মানুষকেও এ জনসভায় নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী ভাষণ শোনানোর জন্য। যাতে তারাই নিজ নিজ এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা ভোটারদের মাঝে ছড়িয়ে দিতে পারে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ সাহাদত হোসেন, নিঘাত পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাবলু, মানজাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাড. আসলাম সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন প্রমূখ।