গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শ্রীপুরের আট ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স প্রদান
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গ্রামীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাজীপুরে শ্রীপুরের আট ইউনিয়ন পরিষদকে গ্রামীণ অ্যাম্বুলেন্স প্রদান করেছে। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির গ্রাম পর্যায়ের দুঃস্থ্য, দরিদ্র, অসহায় মানুষ ও প্রসূতি মায়েদের দ্রুত স্বাস্থ্য সেবা দেয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সংশ্লিষ্ট ইউপি’র চেয়ারম্যানদের কাছে ওই অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করেন।
জানা গেছে, শ্রীপুর উপজেলার গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের যৌথ উদ্দ্যোগে বিশেষ ভাবে তৈরী এসব অ্যাম্বুলেন্স ইউনিয়ন পর্যায়ে প্রদানের উদ্যোগ গ্রহন করে। বিশেষ ভাবে তৈরী ব্যাটারী চালিত এসব গ্রামীন অ্যাম্বুলেন্স গ্রাম পর্যায়ের দুঃস্থ্য দরিদ্র অসহায় মানুষ ও প্রসূতি মায়েদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কাজে ২৪ঘন্টা নিয়োজিত থাকবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এসব অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণ করবেন।
এ উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।