সারাদেশে বিএনপি-জামাতের ১৫১ নেতাকর্মী আটক
নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা, নড়াইল, গোপালগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর থেকে বিএনপি-জামাতের ১৫১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৬৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৮ জন বিএনপি ও ১৫ জন জামাত-শিবির কর্মী। তারা গাড়ি ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় নড়াইলে বিএনপি নেতাসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। রাতভর পুলিশের বিশেষ অভিযানে গোপালগঞ্জ থেকে ১৫ জনকে আটক করা হয়।
দিনাজপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েলসহ দলের ১৫ জন নেতা-কর্মিকে আটক করে পুলিশ।
এদিকে, ঠাকুরগাঁওয়ে রাতভর পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামাত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আর রংপুরে ১৯ জন আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৫ জন বিএনপি নেতাকর্মী। বাকিরা জামাত-শিবির কর্মী।