বেনাপোল বিপুল পরিমান বিদেশী মুদ্রাসহ ৫ বাংলাদেশী নাগরিক আটক
মীর ফারুক শার্শা (যশোর) প্রতিনিধি : যশোর বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সামনে থেকে ভিন্ন পন্থায় বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা পাচার কালে ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ বাংলাদেশী টাকার সমপরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার ও ৫ পাচারকারীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৯ই ফেব্রুয়ারি শুত্রুবার দুপুর ১২ টার সময় ভারত থেকে ফেরার সময় বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা সহ ৫ জন বাংলাদেশী নাগরিক কে আটক করে।
আটকৃতরা হলো ০১ বিবাড়িয়া আশুগজ্ঞ থানার মৃত কওসার আলীর স্ত্রী ইয়াসমিন বেগম( ৩৫), ০২ নারায়নগজ্ঞ ফতুল্লা থানার আয়ুব আলীর স্ত্রী শাহেদা বেগম (৩৮),০৩ চাঁদপুর মতলব থানার টিটু বকালের ছেলে নজরুল ইসলাম (৪১) ০৪ ঢাকা মিরপুর থানার খবির উদ্দিন এর ছেলে শহিদুর রহমান (৫২), ও ০৫ আব্দুর মান্নান এর ছেলে জুয়েল( ৩২)
বিজিবি সুত্রে জানা গোপন সংবাদ এর ভিত্তিতে বিজিবি সদস্যা বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল আভিযান চালিয়ে সন্দেহজনক কয়জন এর দেহ তল্লাশি করে ৩৫ লাখ ভারতীয় রুপি,২ শত মার্কিন ডলার,২০ হাজার ৭ শত কানাড়িয়ান ডলার উদ্ধার করে ও ৫ জন মুদ্রা পাচারকারী কে আটক করে
৪৯ বিজিব অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক মুদ্রা বিদেশী মুদ্রা আটকে সত্যতা শিকার করে বলেন,আটকৃতদেন বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দকরা হবে,ও উদ্ধার হওয়া বিদেশী মুদ্রা বেনাপোল কাস্টমস হাউজ এ জমা দেওয়া হবে