গাংনীর ঢেপা গ্রামে বসত বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে সাবেক মেম্বর কফিল উদ্দিনের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবা রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক ঢেপা গ্রামের সাবেক মেম্বর মৃত সরমান মন্ডলের ছেলে কফিল উদ্দিন। কফিল উদ্দিন ও তার পরিবারের লোকজন জানান, ঘটনার দিন রাতে বাড়ির সামনে মুকাদ্দেস এর চা’এর দোকানে কফিল উদ্দিনের ভাই মৃত আজাহার আলির ছেলে মাজহারুল ও প্রতিবেশি হাসুর ছেলে মন্টু টিভিতে খালেদা জিয়ার রায় এর খবর দেখছিলো। এবং এ রায়কে মাজহারুল ও মন্টু প্রশংসা করে। এমন সময় একই গ্রামের কাউছারের ছেলে আনারুল ও আহম্মদের ছেলে আদম মাজহারুল ও মন্টুকে মারধর শুরু করে। এ সময় সাবেক মেম্বর কফিল উদ্দিন মেম্বরের ছেলে আজিজুল, জিল্লু, জিয়ারুল, আজিবররা চার ভাই এ মারধরের প্রতিবাদ করে। সাবেক মেম্বর কফিল উদ্দিন আরো জানান, মারধরের প্রতিবাদ করার কারণে আনারুল ও আদম প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল লাঠি সোঠা রড ও দেশিয় অস্ত্র দিয়ে আমার ছেলেদের উপর অতর্কিত হামলা চালায় বলে জানান। এতে করে তাদের বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। আহতদের মধ্যে মন্টু গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হামলা থেকে নিজেদের বাঁচাতে মেম্বর কফিল উদ্দিনের ছেলেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সময় তাদের না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করে বলে অভিযোগ করেন মেম্বর কফিল উদ্দিন। কফিল উদ্দিন ও তার পরিবারের লোকজন আরো জানান, হামলাকারিদের কারণে বাড়ির শিশু ও মেয়েরা ঘরে অবরুদ্ধ হয়ে আতংকগ্রস্থ হয়ে পড়ে। বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হামলার শিকার কফিল উদ্দিনের পরিবারের লোকজন বেশ আতংকে দিন কাটাচ্ছে বলে জানান। কফিল উদ্দিন জানান আমাদের গ্রামের আনারুল ও আদমের নেতৃত্বে ইসহাকের ছেলে বিল্লাল কুদ্দুস, ইউনুছের ছেলে জহুরুল ও কালু, কাউছারের ছেলে আনারুল ও মনিরুল, মৃত হারেজ আলির ছেলে সুরফান সহ প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল এ তান্ডব চালায়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ( পি পি এম) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।