ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলংকার কাছে টেস্ট সিরিজও হারলো বাংলাদেশ। ঢাকা টেস্টে টাইগারদের ২১৫ রানে হারিয়েছে লঙ্কানরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১২৩ রানে। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা।
দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ২২৬ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৩৩৯ রান। এই চাপ নিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবালকে দিয়ে বিপর্যয়ের শুরু। লাঞ্চের আগে বিদায় নেন ইমরুল কায়েসও। লাঞ্চের পর আসা-যাওয়া করেই ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৩ রান করেন মুমিনুল হক। সাত ব্যাটসম্যানই ছুঁতে পারেন নি দুই অঙ্কের ঘর। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ টিকেছে মাত্র ২৯ ওভার ৩ বল। আকিলা ধনানঞ্জয়া ২৪ রানে নেন ৫ উইকেট। এছাড়া ৪ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। দুই দিনেরও বেশি সময় বাকি থাকতেই টেস্ট হারের লজ্জ্বা পেলো বাংলাদেশ।