লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত থানায় মামলা
নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত হয়েছেন। আহতকে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বাহিরপাড়া গ্রামের মো. সাবু মুন্সীর স্ত্রী দোলেনা বেগম (৩৫)কে গত ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে পূর্বপরিকল্পনা মোতাবেক আসামী একই গ্রামের মাহবুব মুন্সী (৩৫) ও স্মৃতি বেগম (২৫) বাদীর বাড়িতে উপস্থিত হয়ে অশ্লীল ভাষায় গালি গালাস করতে থাকে। এক পর্যায়ে আসামীরা দোলেনা বেগমকে চুলের মুঠি ধরে মাঠিতে ফেলে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে আসামীরা স্বর্ণ ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে। এ সময় এলাকাবাসী আহত দোলেনা বেগমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. সাবু মুন্সি বাদী হয়ে ২ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৭, তারিখ- ০৯.০২.১৮ইং।