শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক ও নতুন পাঁচ মুখ এবং অভিজ্ঞ সাত ক্রিকেটারের বাদ পড়া। ইনজুরি কাটিয়ে অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান আবার ফিরেছেন দলে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল, লিটন, নাসির, মিরাজ, শফিউল মুমিনুল ও তাসকিন এ সাত ক্রিকেটার। তাদের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, আরিফুল হক, আবু জাহেদ রাহী। খুলনা টাইটান্সকে গেল বিপিএল এর সেরা চারে তোলার পেছনে গুরুত্বপুর্ণ ভূমিকা ছিল এ তিন জনের।
এদের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতানো মেহেদী হাসান এবং রাজশাহী কিংসের হয়ে দারুন খেলা জাকির হোসেন। টেস্ট ও ওয়ানডে সিরিজে দলের সঙ্গে না থাকা সৌম্য সরকারও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।
এছাড়া দুবছর পর জাতীয় দলে ফিরেছেন ২০১৬ বিশ্বকাপে খেলা আবু হায়দার রনি। এছাড়া দলে আছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, মোস্তাফিজ, রুবেল ও সাইফুদ্দিন।