শ্রীপুরে পরীক্ষার হলে বিশেষ সুবিধা না দেয়ায় এক শিক্ষককে লাঞ্চিত করেছে পরীক্ষার্থীরা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মাওনা কেন্দ্রের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভেন্যুতে বেলা দেড়টায় পরীক্ষার হলে বিশেষ সুবিধা না দেয়ায় এক শিক্ষককে লাঞ্চিত করেছে পরীক্ষার্থীরা। লাঞ্চনার শিকার শিক্ষক সাখাওয়াত হোসেন (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, মাওনা কেন্দ্রের পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভেন্যূর ২০৮ নম্বর কক্ষে কর্তব্যরত ছিলেন। বেলা ১১টার দিকে এক পরীক্ষার্থী অপর পরীক্ষার্থীর সঙ্গে কথা ও খাতা দেখতে চাইলে তিনি বাধা দেন। বাধা দেয়ায় পরীক্ষা হলের ভেতরেই সে আমার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরুকরে।
পরে পরীক্ষা শেষে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সামনে অবস্থান করার সময় ওই ছাত্রের নেতৃত্বে আরো কয়েক জন তাঁর উপর হামলা চালায়। পরে দৌড়ে নিয়ন্ত্রণ কক্ষের ভেতর ঢুকলে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ এগিয়ে আসলে তারা চলে যায়।
মাওনা কেন্দ্রের সচিব শাহ্জাহান সিরাজ জানান, মাওনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যচাঁন মিয়ার ছেলে টিপুর নেতৃত্বে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। সে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন অফিসার আশরাফুজ্জামান জানান, পরীক্ষার শেষে কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারেননি। তবে, শিক্ষককে লাঞ্চিত করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এব্যাপারে মাওনা কেন্দ্রের সচিব শাহ্জাহান সিরাজ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী, তাঁর বাবা, লাঞ্চনার শিকার শিক্ষক ও তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এবিষয়ে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।