খালেদার মুক্তির দাবিতে রাজশাহী বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বিএনপির। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে নগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ রাস্তার দুই পাশ থেকে মানববন্ধন ঘিরে রাখে।
এতে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ মওসিন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলার সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলার সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ ওয়ালিউজ্জামান পরাগ, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কামরুল হাসান, রাজশাহী জেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদল সহ-সভাপতি শফিউল ইসলাম সজিব, যুগ্ম-সম্পাদক আরফিন কনক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো প্রমূখ।
মানববন্ধনে নগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘খালেদা জিয়ার সাজার রায়ে গোটা জাতি আজ বিস্মিত। বাংলাদেশের সমস্ত মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে ঐক্যব্ধ। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়বো।’
এদিকে, দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুর ১টার থেকে দেড়টা পর্যন্ত নগরের ভেড়িপাড়া এলাকায় পিটিআই এর সামনে এ মানববন্ধনের আয়োজন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সিনিয়র-যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আশরাফুল ইসলাম বার্ড, ওয়াদুদ হাসান পিন্টু, যুগ্ম-সম্পাদক রায়হানুল আলম রায়হান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রফিকুল ইসলাম রফিক, পবা থানা বিএনপি’র আহ্বায়ক শাজাহান আলী, মোহনপুর বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, দূর্গাপুর থানা বিএনপি সভাপতি গোলাম সাকলাই, পুঠিয়া বিএনপি সভাপতি কামাল আহম্মদে সিদ্দীকি মিন্টু, আড়ানী পৌর বিএনপি সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, নওহাটা পৌর বিএনপি সভাপতি আব্দুল হামিদ, বাঘা পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন, নওহাটা পৌর সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, কেশরহাট পৌর সাধারণ সম্পাদক খুশবুর রহমান, জেলা বিএনপি প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু, কোষাক্ষ্যক সদর উদ্দীন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, দূর্গাপুর পৌর বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু, বাঘা উপজেলা বিএনপি সদস্য সচিব আশাফুদৌলা, পবা উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, শাহাদৎ হোসেন, রিয়াজ উদ্দীন, আলহাজ্ব বকুল, জেলা ছাত্রদল সিনিয়র-সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, জেলা বিএনপি দপ্তর সম্পাদক শামসুজ্জোহা বাদশা, মহিলা সম্পাদক সামসাদ বেগম মিতালী, জেলা মহিলাদল সভাপতি রোকসানা বেগম টুকটুকি, মহানগর স্বেচ্ছাসেবকের যুগ্ম-আহ্বায়ক নুসরাত রিজভী, কেশরহাট পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমূখ।