রাজশাহীর বসন্তবরণে রঙের ছটা
মিলন রাজশাহী : ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে নানা আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও সংগঠনসমূহ। বসন্তের প্রথম দিনে বাসন্তী রঙের শাড়ি-পাঞ্জাবি পরে তরুণীরা মাথায় পরেছে ফুলের মুকুট। আর সেই সঙ্গে গোলাপ, গাঁদা, ডালিয়াসহ বাহারি নামের বর্ণালি ফুলে ক্যাম্পাসের গাছেও যেন বসন্ত জানান দিচ্ছে খুব ভালোভাবেই। শীতের রিক্ততা মুছে প্রাণের স্পন্দনে একটু একটু করে জেগে উঠেছে প্রকৃতি, ঠিক তেমনি করে বসন্তের ফুলে সেজে উঠেছে মতিহারের সবুজ চত্বর। এদিকে বসন্তকে বরণ করে নিতে ফাগুনের প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্তবরণ ও পিঠা উৎসবের। মঙ্গলবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হাসিবুল আলম প্রধান। বসন্তবরণ করে নিতে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। আয়োজন করে শোভাযাত্রা, সাংস্কৃতিক আড্ডা, চড়–ইভাতি ও নবীনবরণ। নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে সংগীত বিভাগ, ফোকলোর বিভাগ ও বাংলা বিভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে’ স্লোগাণে রাবি কোয়ান্টাম ম্যাথড দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসের প্রথম বসন্তবরণে তাদের মাঝে দেখা দিয়েছে আলাদা প্রাণচাঞ্চল্য। পাঞ্জাবি-শাড়ি পরে বন্ধুরা মিলে পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে হই-হুল্লোড় করে। প্রথম বর্ষের সাবিনা তাদেরই একজন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের মত গ্রামে বসন্ত বরণে এতো আয়োজন দেখা যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনিতেই আমার ভালো লেগেছে। আজ যেন আরো ভালো লাগছে। সব আয়োজনই ভালো লেগেছে। প্রাণভরে উপলব্ধি করছি আজকে ক্যাম্পাসের আনন্দ।” আবার বসন্ত আসলেও অনেকের মনেই বাজছে বিদায়ের সুর। কারণ পড়াশোনা শেষ করছেন তারা। ক্যাম্পাস জীবনে এটাই তাদের শেষ বসন্ত। তাই বন্ধুরা মিলে যতটুকু পারা যায় প্রাণ ভরে নিচ্ছেন বসন্তের আস্বাদ। কথা হয় এমন একজন শিক্ষার্থী ফিরোজ আহমেদের সঙ্গে। তিনি বলেন, ক্যাম্পাস জীবনের এটাই আমার শেষ বসন্ত। যতটুকু পারা যায় বন্ধুদের নিয়ে আনন্দ করছি। ছবি তুলছি আর বন্ধুদের সঙ্গে ঘুরছি। এদিকে, নানা আয়োজনে রাজশাহী কলেজে বসন্তবরণ উৎসব পালিত হয়েছে। বসন্ত বরণ উৎসবকে কেন্দ্র করে নানা প্রস্তুতি হাতে নিয়েছে রাজশাহী কলেজ। মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় রাজশাহী কলেজের নজরুল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে। র্যালিটি নগরীরর আওয়ামীলীগ কার্যালয় অফিস চত্বর থেকে পুনরায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান,উপাধ্যক্ষ আল ফারুখ চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জোবায়দা আয়েশা সিদ্দীকা। র্যালিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, বসন্ত বরণ উপলক্ষে রাজশাহী কলেজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমান বলেন, প্রকৃতির ৬টি ঝতুর মাঝে বসন্ত নতুন ভাবে আবারো জাগ্রত হয়েছে।তাই সবাই সবার স্থান থেকে বসন্তের আনন্দ আজ ভাগ করে নিবো গোটাদেশ বসন্তের বাস্তবতায় রঙ্গিন হয়ে উঠবে। প্রফেসর জোবায়দা আয়েশা সিদ্দীকা বলেন, বসন্ত নিয়ে আজ বসন্ত জাগ্রত। বসন্তের মিলন মেলার এই দিনে কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা র্যালি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে ভাগ করে নিবো।