প্রতি বছর ৬ লক্ষাধিক কর্মীর বিদেশে কর্মসংস্থান হচ্ছে: নুরুল ইসলাম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৬ লক্ষাধিক কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে।
তিনি মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নুরুল ইসলাম সুজনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থানের জন্য গমন করেছে, যা এদেশে বৈদেশিক কর্মসংস্থানের ইতিহাসে সর্বোচ্চ।
সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সর্বশেষ ২০০৬ সালে মাত্র ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো।