রাজশাহীবাসীর জন্য বড় উপহার মেডিকেল বিশ্ববিদ্যালয় : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীবাসীর জন্য সবচেয়ে বড় উপহার মেডিকেল বিশ্ববিদ্যালয়’। বুধবার দুপুরে রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যখন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা শুরু হয় তখন প্রধানমন্ত্রী নিজের বলেন রাজশাহীতেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে। আমি (প্রধানমন্ত্রী) রাজশাহীবাসীকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। এ বিশ্ববিদ্যালয় দিতে হবে। এ বিশ্ববিদ্যালয় করা জন্য প্রধানমন্ত্রী এক হাজার ২০০ কোটি টাকা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, আগে দেশে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল। আমরা সেটি বৃদ্ধির পরিকল্পনা করি। এটি এখন স্বপ্ন নয়, বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছি। সিলেটেও পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
নাসিম জানান, আগামি বছরের মধ্যেই উত্তরাঞ্চলের স্বাস্থ্য বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানকে রামেবির অধিভুক্ত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত কাজ বাস্তবায়ন করতে রামেবিতে দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অস্থায়ী ভবনে হলেও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। রামেবির শিক্ষা ও সেবা কার্যক্রম শুরুর পর উত্তরবঙ্গের কোনো মানুষকে চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না।
রামেক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী রাজশাহী ডেন্টাল কলেজ চালু করতে দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগের ঘোষণা দেন। পাশাপাশি ১৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি চারতলা ভবনকে ১০ তলায় উন্নীত এবং এক কোটি টাকা ব্যয়ে রামেকের ডা. কাইছার রহমান মিলনায়তন আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী-১ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ড, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, রামেকের অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব প্রমূখ।