খালেদার মুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ‘আমাদের দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আগামী ২২ ফেব্রয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো আমরা। এটার অনুমতির জন্য আমরা ডিএমপি বরাবর চিঠি দেবো। আশা করি তারা আমাদেরকে অনুমতি দেবেন।’ এ সময় তিনি অভিযোগ করেন, ৫ দিনের মধ্যে রায়ের সার্টিফাইড কপি দেয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এতে প্রমাণিত হয় সাজা দেয়ার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও হুসেইন মুহাম্মদ এরশাদ। সরকারের ইশারাতেই রায়ের সার্টিফাইড কপি পেতে দেরি হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন,তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিপুন রায় চৌধুরী প্রমুখ।