কাপাসিয়ায় ১৩ দিনব্যাপি অমর একুশে বই মেলা শুরু আগামীকাল
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার এর উদ্যোগে আওয়ালীগের প্রয়াত নেতা খালেদ খুররম সাহেবের বাড়ির আঙ্গিনায় ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ১৩দিনব্যাপি একুশে বইমেলা শুরু হবে।
একুশে বই মেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি মেলার শুভ উদ্বোধণ করবেন।
এ মেলায় ১১৫ টি স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে ১৩ প্রতিদিন থাকবে কুইজ, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান। ১ মার্চ সমাপনি অনুষ্ঠানে দেবরেণ্য লোক সঙ্গীত শিল্পী মমতাজ উপস্থিত থাকার কথা রয়েছে। এ বই মেলা ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ৩৫টি স্টল মেলায় অংশ গ্রহন করবে। প্রতিটি স্টলেই তাজউদ্দীন আহমদ’কে নিয়ে লেখা বই পাওয়া যাবে।