লোহাগড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যানের দাফন জানাযায় জনতার ঢল আটক ২
স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীরীগের যুগ্ম-সাধারন সস্পাদক লতিফুর রহমান পলাশ (৪৮) এর জানাযা শেষে গতকাল শুক্রবার বিকালে তার নিজ গ্রাম কুমড়ি মধ্যপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে । দিঘলিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জানাযায় আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দিঘলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের জনতার ঢল নামে । এ সময় জানাযায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, নড়াইল -২ আসনের সংসদ সদস্য এডঃ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন,নিহত পলাশের বড় ভাই ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, ছোট ভাই শেখ মুক্ত রহমান । এ সময় নিহতের ভাই মুক্ত রহমান আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন ,যদি খুনিরা আওয়ামীলীগ দলীয় হয় তাহলে তাদেরকে আটক করতে সহায়তা করবেন কি না ? জবাবে পুলিশ সুপারসহ নেতৃবৃন্দরা নিশ্চয়তা দিয়ে বলেন,খুনিরা যেই হোক তাদের আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করা হবে -কাউকে ছাড় দেয়া হবে না ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সস্পাদক লতিফুর রহমান পলাশ উপজেলা পরিষদের হাট বাজার ইজারা সংক্রান্ত একটি সভা শেষে ১২ টার সময় ব্যক্তিগত কাজে মোটর সাইকেল যোগে উপজেলা চত্বরের সেটেলমেন্ট অফিসের সামনে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রথমে তাকে গুলি করে ও এলাপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে খুন করে। নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের লাশ ময়না তদন্ত শেষে শুক্রবার জুম্মা নামাজবাদ তার জানাযা অনুষ্ঠিত হয় ।
লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম জানান, পলাশ হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য কুমড়ী গ্রামের শরিফ বাকি বিল্লাহ ও লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের সাত্তার শেখের ছেলে মিরান শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আ’লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে বিজয়ী হন।