জয়পুরহাটে শিক্ষকের কাছ থেকে হারিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার ৭৫ টি খাতা উদ্ধার।
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলা শহরের চিনিকল কেজি স্কুল উচ্চবিদ্যালয়ের সরকারী শিক্ষক গোলাম সরোয়ার শামিমসহ ১২ জন শিক্ষককের নিকট রাজশাহী বোর্ড থেকে আসা এসএসসি ইংরেজি প্রশ্ন পত্রের খাতা শিক্ষকের মাঝে ভাগিত হওয়ার পরে শিক্ষক সরোয়ার শামিমের ভাগের রক্ষিত ২ শত ৫০ টি পরীক্ষার খাতা গুলি নিয়ে রিক্সায় চরে বহনকালে রক্ষিত ২ শত ৫০ টি খাতার মধ্যে থেকে ৭৫ টি খাতা শিক্ষকের অজান্তে বস্তা ছিড়ে রাস্তায় পরে যায় যাহার (পরীক্ষক কোড নং-৬০২৭)
শহরের কেন্দ্রীয় জোড়া শিবমন্দির এলাকা থেকে উক্ত হারিয়ে যাওয়া ৭৫ টি এসএসসি’র পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের খাতা উদ্ধার করেছে জয়পুরহাট থানা পুলিশ।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মুমিনুল হক জানিয়েছেন, ৫ ফেব্রুয়ারি এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরোয়ার শামিম পরীক্ষিত উত্তরপত্র নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার খাতাগুলো নিয়ে জয়পুরহাটে আসছিলেন।
পরে জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় থেকে রিক্সা যোগে নিজ বাড়ি ফেরার পথে বস্তায় থাকা ২৫০ টি উত্তরপত্রের ৭৫ টি খাতা হারিয়ে যায়। গত রাতেই কুড়িয়ে পাওয়া পথচারীদের দেয়া খবর পেয়ে পুলিশ শহরের কেন্দ্রীয় শিবমন্দির এলাকা থেকে ২৫ টি খাতা উদ্ধার করে।
এবং আজ দুপুরে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে অবশিষ্ট হারানো ৫০ টি খাতা উদ্ধার করা হয়েছে বলে জয়পুরহাট সদর থানা পুলিশ পরিদর্শক জানান।