অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে দাবি করে
দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে দাবি করে সংসদে বিরোধী দলের সদস্যরা এখনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৫ ভাগ শেয়ার যেনো বিক্রি না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনাও চেয়েছেন তারা।
জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হওয়ার পর পয়েন্ট অব অর্ডারে কথা বলেন জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য। কাজী ফিরোজ রশিদ বলেন, দেশের শেয়ার মার্কেটে সবচেয়ে বড় বিপর্যয় ঘটার পর এখন আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে চীনের কাছে ২২ টাকা ও ভারতের কাছে ১৮ টাকা দরে স্টক এক্সচেঞ্জের ২৫ ভাগ শেয়ার বিক্রির চেষ্টা চলছে।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য জিয়উদ্দিন বাবলু বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও অর্থমন্ত্রী পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, সোনালী ব্যাংকের ৪ হাজার কোটি টাকা লুট হলে অর্থমন্ত্রী বলেন, এটা কোনো টাকা নয়। কিন্তু, সেই সোনালী ব্যাংককে আবার রাষ্ট্রের টাকা দিতে হয়।