খালেদার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও বেশি সাজা হওয়া উচিত ছিল –এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, বিচারক তার বয়স, সামাজিক মর্যাদা, শারীরিক অসুস্থতা বিবেচনায় অপরাধের তুলনায় সাজা কম দিয়েছেন।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটি আয়োজিত ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতিমুক্ত রাজনীতি’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
বিএনপি আগেই বুঝতে পেরেছিল খালেদা ও তারেকের বাঁচার উপায় নেই তাদের সাজা হবেই বুঝতে পেরেই গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে— এ কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদার সাজার মধ্য দিয়ে দলটি অস্তিত্বের সংকটে পড়েছে।
আনিসুল হক বলেন, এ মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই— আওয়ামী লীগের সম্পৃক্ততা আইনের শাসন প্রতিষ্ঠায় যেসব জঞ্জালের বিচার হওয়া উচিত, তা–ই নিশ্চিত করেছে।
তিনি বলেন, এতিমের টাকা মেরেছেন এখন বলছেন রাজনৈতিক মামলা এটি ঠুনকো এক্সকিউজ এটি ছাড়া তাদের বলার কিছু নেই।