দুই বাংলার ভাষা প্রেমীরা মিলিত হবে একুশের মঞ্চে, দুই বাংলার মোহনায় মেয়র লিটন
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন এবারের বঙ্গবন্ধু একুশে মঞ্চে বাংলা সাহিত্যর একজন বিখ্যাত লেখকের কথা ” বিশ^ মানব হবি যদি কায়মনে বাঙ্গালী হ। এ শ্লোগানকে সামনে রেখে দুই বাংলার ভাষা প্রেমীরা মিলিত হবে ২১ মঞ্চের দুই বাংলার মোহনায়। গত ১০ বছর যাবৎ বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে উভয় দেশের ভাষা প্রেমীরা মিলিত হয়। এখানে শিল্পী , কবি, সাহিত্যক,শিক্ষক, নারী পুরুষ, শিক্ষক সাংবাদিক , সেচ্ছাসেবক সংগঠনগুলো সবাই একত্রে মিলিত হই শুধু ভাষার টানে। কথাগুলো বললেন দুই বাংলার মোহনায় ২১এর মঞ্চ পরিদর্শনে বেনাপোল নোম্যন্সল্যান্ডে পৌর মেয়র লিটন।
মঞ্চ পরিদর্শনের সময় স্থানীয় আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র লিটন বলেন, বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রানের ভাষা মায়ের ভাষা। এই প্রানের ভাষা এবং মায়ের ভাষাকে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য রেখে গেছেন তাদের স্মরনে আমরা এই দিনটি পালন করি।দুইটা ভুখন্ড একটা বাংলাদেশ অপরটি পশ্চিম বাংলা আমরা উভয় দেশে বাংলা ভাষায় কথা বলি। ভাষার শক্তি এতটা তীব্র যে, যার জন্য আমরা প্রতি বছর একসাথে মিলিত হই বঙ্গবন্ধু ২১ এর মঞ্চে। এবার ভারতের খাদ্যসরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর নেতৃত্বে এ দিনটি একসাথে পালন করব।এখানে থাকবে উভয় দেশের গুনীজন ও গুনী শিল্পীরা। তিনি বলেন আজ অষ্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলা ভাষাকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করার জন্য পাশ হয়েছে।