কালীগঞ্জে ৫ মাস ২০ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
লোকমান হোসেন পনির,কালীগঞ্জ(গাজীপুর)
কালীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনার ৫ মাস ২০ দিন পর পুনরায় ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বড়বোলা গ্রামের নিহত গৃহবধূর বাবার বাড়ির পাশে কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ওমেস দাসের ছেলে সবুল দাসের সাথে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারায়ণ সরকারের মেয়ে দিপা সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য দিপা সরকার কে তার স্বামী বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। গত বছরের ৩১ আগষ্ট রাতে দিপার শ^শুর বাড়িতে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ গাজীপুর সদর থানা পুলিশ উদ্ধার করে। দিপার মৃত্যুর পর তার মা মালতি চৌধুরী মেয়ের শ^শুর বাড়ির লোকজনের চাপে গাজীপুর সদর থানায় একটি অপমৃত মামলা দায়ের করতে বাধ্য হন। মেয়ের শ^শুরবাড়ির লোকজনের বিভিন্ন আচরণে নিহতের পরিবারের সন্দেহ বাড়তে থাকে। পরে দিপার মা মালতি চৌধুরী বাদী হয়ে গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জোবাইয়ের আলম ও পিবিআই এর ইন্সপেক্টর রুহুল আমিনের নেতৃত্বে গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করে ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগে পাঠান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইয়ের আলম সাংবাদিকদের জানান, বিজ্ঞ নারী শিশু দমন ট্রাইব্যুনাল আদালত গত ২১ জানুয়ারি আদেন দেন পুনরায় নিহত দিপার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য।