শ্রীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
রাত ১২টা ১ মিনিটে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, শ্রীপুর থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর-শ্রীপুর সার্কেল) শাহিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ ও কামাল ফকির, শ্রীপুর উপজেলা বিএনপি’র পক্ষে অ্যাডভোকেট কাজী খান, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আফতাব উদ্দিন আহমেদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, শ্রীপুর কারিগরি কলেজের অধ্যক্ষ মোকসেদুর রহমান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল-আমীন, মাওনা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক কামাল পাশা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক এম রুহুল আমীন, মাওনা চৌরাস্তা বনিক সমিতির সভাপতি মোশারফ হোসেন, শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৬টায় প্রভাত ফেরি করে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসা, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভাষা আন্দোলনের উপর প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন এবং বেলা ১১টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।