গাংনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। মেহেরপুর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল পুষ্পার্ঘ অর্পণ করেন। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবলু হোসেন স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন। এদিকে সকাল থেকেই র্যালিসহ উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত গাংনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেহেরপুর-২ গাংনী আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন এর উদ্যোগে গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন শেষে একটি র্যালী নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাস স্ট্যান্ড থেকে নেতাকর্মীদের অংশ গ্রহণে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। পরে বাস স্ট্যান্ডে উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ.লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক। এদিকে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে র্যালি, আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেহেরপুর জেলা শাখা। সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পলিট ব্যুরো সদস্য নুর আহমদ বকুল। সকালে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবলু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য আব্দুল বাকি। উপস্থিত ছিলেন উপদেষ্টা কিতাব আলী ও যুগ্ম সম্পাদকসহ নেতৃবৃন্দ। গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীনের নেতৃত্বে পৌরসভা কার্যালয় থেকে র্যালি শুরু হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালি শেষে পুষ্পার্ঘ অর্পণ করা হয। এদিকে সকাল আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশ গ্রহণে গোটা শহর শোভাযাত্রায় পরিণত হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আ.লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত পৌর মেয়র নবীর উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, গাংনী সরকারী কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম, মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলমসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান একুশের নানা কর্মসুচী পালন করা হয়।