রাবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। একুশের প্রথম প্রহর ও সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। এর পর শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রনেতারা শহীদ মিনারে ফুল দেন।
প্রথম প্রহরে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা প্রমূখ।
এদিকে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি (রুরু)। বুধবার সকাল ৯টায় ইউনিটির কার্যালয় রাকসু ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিহাবুল ইসলাম বলেন, ‘১৯৫২ সালের আজকের এই দিনে মায়ের ভাষা রক্ষার্থে জীবন দিয়েছিলেন আমাদের ভাইয়েরা। ভাষার জন্য জীবনদান এ পৃথিবীতে বিরল। তাদের সে আত্মাহুতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমরা ভাষার মর্যাদা রক্ষার্থে উদাসীন। ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে গনমাধ্যমের ভূমিকা রয়েছে। আমরা সবাই সবার জায়গা থেকে ভাষার সঠিক ব্যবহারে সচেষ্ট থাকবো।’
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়, সহ-সভাপতি ফারুক খান, রাইসা জান্নাত, মাহফুজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা নুর, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ, দপ্তর সম্পাদক আরাফাত রাহমান, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আহমেদ ফরিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল সায়েম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক খুর্শিদ রাজীব, ক্রীড়া সম্পাদক মমিনুর মমিনসহ রিপোর্টার্স ইউনিটির অন্য সদস্যরা।