সরাসরি অনুষ্ঠান অন এয়ার চলার মাঝেই উপস্থাপক জন্ম দিলেন এক ফুটফুটে শিশুর।
সকাল বেলার অনুষ্ঠান চলছে রেডিওতে। এর মাঝেই হঠাৎ ঘটে গেল এক বিরাট ঘটনা। সরাসরি অনুষ্ঠান অন এয়ার চলার মাঝেই উপস্থাপক জন্ম দিলেন এক ফুটফুটে শিশুর। আর সন্তান জন্মদানের পুরো সময়টা সবকিছু শুনেছেন অনুষ্ঠানের শ্রোতারা।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুই শহরে। দি আর্চ স্টেশন নামের ওই আঞ্চলিক রেডিও স্টেশনের মর্নিং শো নিয়মিত উপস্থাপনা করেন ক্যাসিডে প্রক্টর। ডেলিভারির সম্ভাব্য তারিখ আরও দু’সপ্তাহ পরে হলেও সোমবার থেকেই হঠাৎ করে তার লেবার পেইন শুরু হয়। হাসপাতালে ভর্তি হয়ে যান ক্যাসিডে।
আর এরই সুযোগে অভিনব এক বুদ্ধি আসে ক্যাসিডের রেডিও স্টেশন কর্তৃপক্ষের মাথায়। তারা সেই হাসপাতালের সঙ্গে আলোচনা করে সেখান থেকেই সকালে অনুষ্ঠান রোজ সম্প্রচারের ব্যবস্থা করেন, যেন এর মাঝে ডেলিভারির প্রয়োজন হলে শ্রোতাদের সেই ঘটনায় শরিক করা যায়।
ঠিক তার পরদিন, অর্থাৎ স্থানীয় সময় মঙ্গলবার সকালেই চলে আসে প্রয়োজনের সেই মুহূর্ত। অনুষ্ঠান চলাকালে সিজারিয়ান পদ্ধতিতে ক্যাসিডে প্রক্টর তুলতুলে এক ছোট্ট শিশুপুত্রের জন্ম দেন। তখনই তার নাম রাখা হয় জেমসন। আর পুরো ঘটনার সাক্ষী হয়ে যান অনুষ্ঠানের সব শ্রোতা।
জেমসন নামটাও গত জানুয়ারিতে শ্রোতাদের একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয়েছিল। ৭ পাউন্ড ৬ আউন্সের জেমসন এখন ভালো আছে।