রাজশাহীতে হস্তশিল্প ও সংস্কৃতি মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তিন দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হস্তশিল্প ও ও সংস্কৃতি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী পরিষদের সভাপতি নূর-উর-রহমান।
এরআগে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর অলোকার মোড় থেকে র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবন গ্রীন প্লাজায় এসে শেষ হয়।
রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী পরিষদের উপপরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, কামিল্লা বিশ্বাস, চিত্ত রঞ্জন এবং গাব্রিয়েল হাসদা প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাওতাল, চাকমা, মারমা, পাহাড়িয়া, ওড়াও জাতিস্বত্তার সংস্কৃতিকর্মীরা নৃত্য এবং গানের আয়োজন করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন সংস্কৃতি এবং তাদের জীবন বৈচিত্র এসব নাচ ও গানের মাধ্যমে ফুটিয়ে তোলেন তারা।
মেলায় রয়েছে রাজশাহীর বিভিন্ন উপজেলা বিশেষ করে জেলার গোদাগড়ি ও তানোর উপজেলার বরেন্দ্র অঞ্চল থেকে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠির আদিবাসীরা মেলায় অংশ নিচ্ছেন। মেলায় আগত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ২০ টি স্টল। প্রতিটি স্টলে সাজানো হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজেদের হাতে তৈরী বিভিন্ন পোশাক শিল্প, খাবার, বই এবং তাদের ব্যবহৃত বিভিন্ন সাংস্কৃতিক ও আত্মরক্ষার যন্ত্রপাতি।
নৃগোষ্ঠির গ্রাম সমাজ সংগঠনের প্রধান নিরঞ্জন কুজুর বলেন, একদিন আদিবাসীদের অতীত ঐতিহ্য সমৃদ্ধ ছিল। আধুনিক যন্ত্রপাতি ও কালের বিবর্তনে আদিবাসীদের সেই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। একদিকে নিজেদের অস্তিত্বে ঐতিহ্য এবং অন্যদিকে মুলস্্েরাতের মানুষের সাথে নিজেদের মেলা ধরায় এই মেলার লক্ষ্য। তিনি আরো বলেন, এক্ষেত্রে রক্ষা গোলা গ্রাম সমাজ রক্ষায় দেবতার মত কাজ করেছেন সারওয়ার-ই-কামাল। বর্তমানে তাদের এলাকায় আদিবাসীদের নিয়ে খাদ্য ও সাংস্কৃতি রক্ষায় সিসিবিভিও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সিসিবিভিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।