আগামীতে শহীদুজ্জামান সরকারকে নৌকা মার্কায় ভোট দিলে নজিপুর জেলাসহ সব উন্নয়ন হবে :নাসিম
নওগাঁ প্রতিনিধি :
বিএনপি নির্বচনে আসুক সেটি আওয়ামী লীগও চায়। কিন্তু খালেদা জিয়া ভোট করতে পারবেন কিনা সেটি নির্ধারন করবে আদালত। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি আরো বলেন, আদালত খালেদা জিয়ার শাস্তি দিয়েছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের কোন হাত নেই। সুতরাং জামিন দেয়া না দেয়া সেটি আদালতের সিদ্ধান্ত। তিনি বলেন, আওয়ামীলীগ কোন দিন চক্রান্তে বিশ্বাস করে না। আওয়ামীলীগ জনগনের ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বার বার আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আওযামীলীগ চায় সকল দল আগামী নির্বাচনে অংশ গ্রহন করুক।
বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়াকে আদালত শাস্তি দিয়েছে। আদালত তাকে জেলে পাঠিয়েছে। আদালত যদি চায় তাকে জামিন দিবে। এক্ষেত্রে আওয়ামীলীগের কোন ভূমিকা নেই। আওয়ামীলীগ চায় আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনে অংশ গ্রহন করুক।
তিনি শুক্রবার দুপরে পতœীতলা উপজেলার ঘোষনগর ও আকবর ইউনিয়নের জন্য নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট পৃথক দু’টি মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধনী করেন । পতœীতলা উপজেলার ঘোষনড়গর ইউনিয়নে খিরশিন এবং আকবর ইউনিয়নের মধইলনামক স্থানে এ দু’টি মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মান করা হয়েছে। প্রতিটির জন্য ৪ কোটি ১৬ লাখ করে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে বিকাল ৩.০০টায় নজিপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বিশাল জনসভায় বক্তিতা কালে উপ¯িথত জনগন নজিপুর জেলা দাবিতে স্লোগ্লান দিলে মাননীয় স্বাস্থ্য মত্রী মোহাম্মদ নাসিম এম পি বলেন, আগামীতে শহীদুজ্জামান সরকারকে নৌকা মার্কায় ভোট দিলে নজিপুর জেলাসহ সব উন্নয়ন হবে একথা বলে আশস্ত করেন।
পতœীতলা উপজেলার নজিপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদরে হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার এমপি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পতœীতলা উপজেল আ’লীগের সাধারণ সম্পাদক আঃ গাফফার, সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, সহ-সভাপতি আঃ খালেক চৌঃ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌঃ, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিক ফাতেমা জিন্নাহ্ ঝড়ণা, পৌর আ’লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, ছাত্রনেতা আহাদ ও রুবেলসহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।