কাপাসিয়ায় মানববন্ধন
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধিঃ
সংবাদপত্রের উপর হামলা ও মামলায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে গতকাল শনিবার দুপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক, সুশিল সমাজ, শ্রমিক, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে বগুড়া আদালতে মানহানির মামলার প্রতিবাদে কাপাসিয়া প্রেসক্লাব আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদপত্রের উপর হামলা-মামলা চালিয়ে প্রতিক্রিয়াশীল চক্র দেশে মুক্ত মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে চলছে। তারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দেয়া শেখ হাসিনার সরকারকে বিব্রত আর বিতর্কিত করতে চায়। মামলা দিয়ে সাংবাদিকের কলম বন্ধ করতে পারবে না। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে সংবাদপত্র ও সাংবাদিকদের উপর দলন পীড়ন চালিয়ে যারা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সহসভাপতি সঞ্জিব কুমার দাস, সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক শামসুল হুদা লিটন, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, সমীর বণিক, আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন রিপন, হোসাইন আলী বাবু, সুমন শেখ, তপন বিশ্বাস, সফিকুল আলম সবুজআবু সাঈদ সাইদুল ইসলাম রনি, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্ প্রমূখ।