থানছি উপজেলাতে পাড়া কারবারীদেরকে নিয়ে বাল্য বিবাহ রোধে এক মত বিনিময় সভা-
চাইথোয়াইমং মারমা রুদ্র জেলা প্রতিনিধি বান্দরবান ] থানছি উপজেলাতে রোজ মংগলবার ২০ইং ফেরুয়ারী ২০১৮ সকাল ১০টায় উপজেলা সদরে জনসেবা গোল ঘরে কেন্দ্রে বাল্য বিবাহ রোধে পাড়া প্রধান কারবারীদেরকে নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাতে সভাপতিত্ব হিসেবে উপস্থিত জনাব,জাহাংগীর অালম উপজেলা নির্বাহ অফিসার, অাইন শৃংখলা সভায় বক্তব্য মধ্যে দিয়ে সবাইকে সচেতনতা বাড়ানোর জন্য অাহবান জানাই।তিনি বলেন,অাপনার শিশু সন্তান অাগামী দিনের ভবিষ্যৎ, অল্প বিষয়ে বিবাহ অাবদ্ধ ও ২০ বিশ অাগে বিয়ে না দেয়ার জন্য সবার উদ্দেশ্য অভিভাবকের প্রতি বক্তব্য রাখেন। যৌতুক নেয়া দেয়া সমান অপরাধী। প্রতিটি শিশু নারীদের যত্নবান নেয়া, খুজ খবর নেয়া অভিভাবকের প্রধান দায়িত্ব বা কর্তব্য।গ্রামে পাড়াতে বাল্য বিবাহ রোধে পাড়া কারবারীদের ভুমিকা রাখার তিনি অনুরোধ করেন। কোন কিছু শিশু নারী নির্যাতন পাড়াতে দেখলে নিকস্ট থানাতে অবগতি বা অপরাধীকে সোর্পদ করার জন্য কারবারী রা অনেক ভূমিকা রাখবেন। অারো বলেন,বাল্য বিবাহ রোধ করতে সবার সহযোগিতায় এগিয়ে অাসুন।এতে অারো প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ক্যহলাচিং মারমা উপজেলা চেয়ারম্যান,বিশেষ অতিথি অাবদুস সাত্তার, থানছি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,মো:সাত্তার,৩৩বিজিবি ক্যাম্প কমান্ডার, চসাথোয়াই মারমা ভাইস চেয়ারম্যান,বকুলী মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা অাওয়ামীলিগের সভাপতি মংথোয়ই মারমা, বিভিন্ন দপ্তর সরকারী কর্মকর্তা,সহ সাংবাদিককর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান বলেন, অামাদের সমাজের বেশির ভাগ দেখা যায়, হতদরিদ্র পরিবারে শিশু মেয়ে সন্তানদের কে বাল্য বিবাহ দিয়ে বেশি দেখা যাচ্ছে। কারণ সে পরিবার অভাব অনঘটন হওয়া সন্তান দেরকে নিয়মিত লেখা পড়া, শিক্ষা পাঠদান দিতে বঞ্চিত ও দরিদ্রের অভাব কারনে বেশির ভাগ সমাজে পাড়াতে গ্রামের লোকেরা অল্প বয়ষে শিশু মেয়ে সন্তানকে তাঁড়াতাড়িতে বিবাহ অাবদ্ধ করে থাকেন। সবার প্রতি বলেন, বাল্য বিবাহ রোধ করার জন্য অভিভাবকরা সচেতনসহ সকল গন্যমান্য ব্যক্তি রা সহযোগিতায় এগিয়ে অাসার অাহবান জানাই। অামরা প্রতিনিয়ত পেপার নিউজ দেখলে দেখা যায়,শিশু নির্যাতন,বাল্য বিবাহ চোখে নজরে পড়ে। অাসুন অামরা বাল্য বিবাহ শিশু নির্যাতন রোধ করি।
সভাতে অংশগ্রহণ করেন,মাংসা ম্রো,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ওবামং মারমা সহ-সভাপতি উপজেলা অাওয়ামীলিগ ও সাবেক ভা:চেয়াম্যান,মংপ্রু তিনদু ইউপি চেয়ারম্যান।
তারপর উক্ত অালোচনার সভাতে সন্ত্রাস ও চাদাবাজিঁ সহ বার্মা হতে অাসা রোহিঙ্গা ইস্যু নিয়ে উৎথাপন করা হয়।