যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষকদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান
যুদ্ধাপরাধের পৃষ্ঠপোষকদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা শেখার সুযোগ থাকতে হবে এবং নিম্ন আদালতেও বাংলা চর্চা শুরুর আশাবাদ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ইংরেজিতে রায় লিখলে সবার কাছে বোধগম্য হয় না।
এছাড়াও আওয়ামী লীগ সরকার গঠনের আসার পর বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলন বাঙালিকে জাতিগত সত্তা প্রকাশের পথ দেখিয়েছিল। ভাষার ওপর বারবার আঘাত এসেছে। প্রত্যেকটি অর্জনের জন্য বাঙালিকে সংগ্রাম ও আন্দোলন করতে হয়েছে।
অনুষ্ঠানে মাতৃভাষা চর্চার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি ভাষা শিখতে হবে তবে বাংলাভাষাকেও মর্যাদা দিতে হবে।
শেখ হাসিনা বলেন, পাকিস্তানপ্রেমীদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সংকোচ হয়— দেশে এমন পরিস্থিতি যেন আবার ফিরে না আসে সে বিষয়েও সজাগ থাকার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়েছিল।