আমি স্বৈরাচার ছিলাম না: এরশাদ
আমি স্বৈরাচার ছিলাম না— কেউ যদি দাবি করে তাহলে প্রমাণ হাজির করুক বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ।
শনিবারে সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে যোগদান ও জাতীয় পেশাজীবী সমাজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম- কিন্তু সবাই ভোট বর্জন করলো। তখন বাধ্য হয়ে দল গঠন করেছি। জনগণের সেবার চেয়ে বড় ভালো মানুষ কোথাও নেই।
এ সময় পেশাজীবীদের আহ্বায়ক কমিটি জমা দেয়ার নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।
অনুষ্ঠানে ডা. ফাহিম আল ফয়সাল ও ডা. জাফর মিয়ার নেতৃত্বে ৫৬ জন পেশাজীবী জাতীয় পার্টিতে যোগ দেন।