দেবীকে হারিয়ে কাঁদছে বলিউড
কেন জানি না মনে গভীরে এক অদ্ভুত দুশ্চিন্তা হচ্ছে’- শ্রীদেবীর মৃত্যু সংবাদ আসার ঠিক কিছু সময় আগেই এমন এক বার্তা লিখে টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। তবে কি এই দুঃসংবাদের আভাসই পেয়েছিলেন অমিতাভ তাঁর ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে?
শ্রীদেবীর মৃত্যু সংবাদ জানার পর অমিতাভ নতুন করে কোন টুইট এখনও না করলেও টুইটারে শ্রীদেবীর জন্য শোক প্রকাশ করেছে বলিউডের অসংখ্য তারকা। পাঠকদের জন্য থাকছে বলি তারকাদের সেইসব শোকবার্তা-
রজনীকান্ত: আমি অবাক এবং বিপর্যস্ত। আমি ইন্ডাস্ট্রিতে আমার খুব প্রিয় এক বন্ধুকে হারালাম। ওর পরিবারের জন্য আমার সমবেদনা রইল।
কমল হাসান: শ্রীদেবীর কম বয়স থেকে তাঁর বেড়ে ওঠা আমি দেখেছি। তাঁর সঙ্গে অনেক স্মৃতি জমে আছে আমার মনে। ‘সাদমা’র স্মৃতি আজ থেকে আমাকে কাঁদাবে।
ঋষি কাপুর: ঘুম ভেঙেছে এই দুঃসংবাদে, আমি হতবাক। বনি ও দুই মেয়ের প্রতি সমবেদনা।
অক্ষয় কুমার: অনেকের স্বপ্নের নায়িকা শ্রীদেবী এভাবে চলে যাবেন, সেটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগি করা সৌভাগ্য হয়েছিল। তাঁর আত্মার শান্তি কামনা করি।
প্রিয়াঙ্কা চোপড়া: কিছু বলার আর ভাষা নেই আমার। শ্রীদেবীকে যারা ভালোবাসতেন, তাঁদের সবার প্রতি গভীর সমবেদনা।
সুস্মিতা সেন: শ্রীদেবীর মৃত্যু সংবাদ এই মাত্র পেলাম, কিছুতেই কান্না থামাতে পারছি না।
হেমা মালিনী: শ্রীদেবীর হঠাৎ চলে যাওয়ার সংবাদ আমার কাছে এখনও অবিশ্বাস্য। এমন প্রাণোচ্ছ্বল একজন মানুষ আর আমাদের মাঝে নেই, তাঁর অভাবকেই কখনও পূরণ করতে পারবে না। বনি আমার ভালো বন্ধু। ওদের সন্তানদের আমি বড় হতে দেখেছি। ওদের জন্য দোয়া রইল।
আলিয়া ভাট: কোন কিছুই বলার মতো অবস্থায় নেই। শ্রীদেবী আমার আদর্শ ছিলেন। ভালো থাকবেন।
টুইঙ্কেল খান্না: সবার হৃদয় ভেঙে অনেক বেশি আগে চলে গেলেন বলিউডের চাঁদনি।
আমির খান: আমি তাঁর অনেক বড় একজন ভক্ত। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা সবাই তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করব আজীবন।