কাপাসিয়ায় শিক্ষক বাতায়ন কর্মশালা
কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে একসেস টু ইনফরমেশান বাংলাদেশ (এটুআই) বিষয়ে শিক্ষক বাতায়ন, এমএমসি, কিশোর বাতায়ন ও মুক্তপাঠ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি রবিবার বিকাল ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ২৫টি প্রতিষ্ঠানের কাজের গতি বাড়ানো ও মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার সুবিধায় ২৫ জন শিক্ষককে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান এ প্রশিক্ষণের আওতায় আসবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান, জেলা অ্যাম্বাসেডর নাসরীন আঞ্জুমান রুনি, উপজেলা অ্যাম্বাসেডর ও শিক্ষক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির ও কম্পিউটার অপারেটর কামরুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমন্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, ঈদগাহ উচ্চ বিদ্যালয়, লোহাদী উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, পাবুর উচ্চ বিদ্যালয়, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়, সিংগুয়া উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, নাসেরা উচ্চ বিদ্যালয়, ভুবনের চালা উচ্চ বিদ্যালয়, চরদুর্লভ খাঁ উচ্চ বিদ্যালয়, আড়াল জি এল উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, চিনাডুলি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাফিজ উদ্দীন উচ্চ বিদ্যালয়, বীরউজলী উচ্চ বিদ্যালয়, কপালেশ^র উচ্চ বিদ্যালয়, রাউৎকোনা ফাযিল মাদরাসা, একঢালা সিনিয়র আলীম মাদরাসা, চাঁদপুর এমদাদুল উলুম মাদরাসা,কাপাসিয়া সিনিয়র মাদরাসা, উত্তর খামের দাখিল মাদরাসার শিক্ষক প্রতিনিধি এ কর্মশালায় অংশগ্রহন করে।